
প্রকাশিত: Wed, Dec 14, 2022 3:13 PM
আপডেট: Mon, May 12, 2025 6:22 AM
আনন্দ সীমাহীন, অবাধ, অপার এবং প্রেমময়!
নাদেরা সুলতানা নদী
‘আমার একটা নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলেই বুঝতে তুমি ভালোবাসা কাকে বলে’। আর্জেন্টিনা ফুটবল টিমকে ভালোবেসে, ঘুমাতে যাবার আগে ভাবছি, ভাগ্য যদি সহায়তা না করে তবে সকালে উঠে নীল বেদনায় এমন কিছুই প্রকাশ করবো। কিন্তু ‘মোর ঘুম ঘোরে এলো মনোহর’...’। অনেকদিন পর আর্জেন্টাইন সমর্থকদের জন্যে অসাধারণ এক ক্ষণ এলো।
এতো এতো সুন্দর আর ভালোবাসাময় দিন, যে বা যারা এই নীল পতাকার দেশের ফুটবলকে ভালোবাসে এবং মেসি যাদুতে বুঁদ হয়ে আছে তাদের জন্যে অবিস্মরণীয় হয়ে থাকবে। এই দলকে ভালোবাসা সমর্থক, পৃথিবীর যে যেখানে ছড়িয়ে আছে তাঁদের সকলের প্রাণেতে প্রাণের পরশ মিলে মিশে কী যে অদ্ভুত সুন্দর একটা অনুভব হচ্ছে তা বোধ হয় ভাষায় প্রকাশ করা সম্ভব না।
নীল আকাশটা আরো বেশি নীল আর স্বচ্ছ লাগছে যেন। কবি কখন কী অবস্থায় বলেছিলেন, ‘’আহা কী আনন্দ আকাশে বাতাসে’ জানি না।
কিন্তু আমার মন, আমাদের মন আজ গাইছে নীল এর জয় গান। আর্জেন্টিনা দলের সমর্থকদের তো বটেই, যে বা যারা হৃদয়ে লুকিয়ে থাকা ফুটবল প্রেমময় উদারতায় গাইছেন আজ মেসির দলের জয়গাঁথা তাঁদের সকলের জন্যে প্রাণঢালা অভিনন্দন। ফাইনাল যাই হোক, আজকের আনন্দ সীমাহীন, অবাঁধ, অপার এবং প্রেমময়! মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
